হিমোফিলিয়া কেন হয় ও প্রতিরোধ

  • কবিতা আক্তার
  • অক্টোবর ২০, ২০১৯

সেক্স লিংক ডিসঅর্ডার এর মাঝে মানুষের হিমোফিলিয়া একটি ভয়ংকর রোগ। একটি সেক্স লিংকড প্রচ্ছন্ন জিন এর কারণে এ রোগ হয়।

এ রোগটি প্রধানত আক্রান্ত ব্যক্তির দেহে কোথাও ক্ষতস্থান থেকে অবিরাম রক্তক্ষরণ ঘটে, রক্ত জমাট বাঁধে না। এ ঘটনায় তার মৃত্যু পর্যন্ত হতে পারে।

সাধারণত কোন মানুষের মাঝে এ রোগ দেখা যায় না। রাণী ভিকটোরিয়ার সময় থেকে ইউরোপের কিছু রাজ পরিবারে হিমোফিলিয়া দেখা যায়। হিমোফিলিয়ার জন্য দায়ী জিন বংশানুক্রমে সঞারিত হয়। এই রোগে মহিলাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই রোগে আক্রান্ত ব্যক্তির ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিয়মিত ভাবে ইনজেকশনের মাধমে ফেকটর VII গ্রহণে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারে।

কে/এস

Leave a Comment