টনসিলের লক্ষণ ও প্রতিরোধের উপায়

  • কামরুন নাহার স্মৃতি
  • অক্টোবর ২২, ২০১৯

মুখ হা করলে মুখের ডান ও বাম পাশে ছোট বলের মতো যা দেখা যায় তাই হলো টনসিল। বিভিন্ন রোগ জীবাণু নাক-মুখ দিয়ে দেহের ভেতর প্রবেশ করে প্রথম প্রতিরোধের সম্মুখীন হয় গলায়, টনসিলের মাঝে। তাই টনসিল জীবাণুর প্রথম আক্রমণের শিকার হয়।
 

টনসিলের লক্ষণ:
১. খাবার খেতে গলায় ব্যথা হয়।
২. মুখে দুর্গন্ধ হয়।
৩. টনসিলের ওপর লালচে ও সাদা আস্তরণ পরতে পারে।
৪. গলায় ব্যথা ও খুশখুশে কাশি হয়।
৫. গলার ভেতর ফুলে যাওয়া।
৬. গলার ভেতর ও এর আশেপাশে লসিকাগ্রন্থি ফুলে যাওয়া।


প্রতিরোধ:
সঠিক চিকিৎসা নিতে হবে। যদি টনসিল বেশি হয়ে যায় তাহলে অপারেশন করতে হবে। এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। 

কে/এস

Leave a Comment