শিশু কি দুধ যথেষ্ট পাচ্ছে?

  • কবিতা আক্তার
  • অক্টোবর ২৪, ২০১৯

নবজাতক সন্তানটি যথেষ্ট দুধ পাচ্ছে তো? এমন চিন্তায় সারাক্ষণ উদ্বিগ্নের মধ্যে থাকেন মায়েরা। শিশু হয়তো ঠিকঠাক দুধ পাচ্ছে না। তাই হয়তো শিশুটি রাতে কাঁদে, জেগে উঠে, বিরক্ত করে। এ নিয়ে মায়ের চিন্তার শেষ নেই।

আবার অনেকসময় আত্মীয়স্বজন, প্রতিবেশী শিশুকে দেখে নানা মন্তব্য করে বসেন,'শিশু টা তো বড়ই হচ্ছে না। চোখ মুখে বসে গেছে একেবারে।' এমন মন্তব্য শুনে দিশেহারা হয়ে মা ভুল সিদ্ধান্ত নেন। তাহলো বাচ্চাকে তোলা দুধ খাওয়ানোর সিদ্ধান্ত। এতে শিশু ভোগে অপুষ্টি, সংক্রমণ ও রোগবালাইয়ে। তাই অন্যের কান কথা না শুনে প্রতিটি মায়ের উচিত সন্তানের প্রয়োজন জেনে নিজে উপলব্ধি করতে শেখা।

- শিশুর উজ্জ্বল ত্বক, সজাগ মনোভাব, হাত পা ছোড়াছুঁড়ি বা চনমনে থাকা সঠিক পুষ্টির প্রকাশ এটা ভুল ধারনা।

- রাত জাগা বা কান্না মানেই শিশু অপুষ্টিতে ভুগছে এটা সঠিক নয়।

- বাচ্চাকে দুধ খাওয়ানোর পর আগেকার ভারী বোধ হওয়া স্তন হালকা মনে হচ্ছে কি না খেয়াল করুন।

- দুধ খাওয়ানোর সঠিক পদ্ধতি স্বাস্থ্যকর্মীর থেকে জেনে নিন।

- শিশুর দুধ খাওয়ার সময় গভীরভাবে খেয়াল করুন। শিশুর ঢোঁক গেলার শব্দ শোনা যায় কি না তা খেয়াল করুন।

কে/এস

Leave a Comment