ডায়রিয়া সম্পর্কে জানুন কিছু বিষয়

  • কামরুন নাহার স্মৃতি
  • নভেম্বর ১, ২০১৯

ডায়রিয়ার সময় খুব সহজেই শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায়। প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর স্যালাইন খাওয়া উচিত। শরীরে পানিশূন্যতা হলে নানারকম সমস্যা দেখা দিতে পারে। অনতিবিলম্বে ডাক্তার দেখাতে হবে যদি নিচের লক্ষণগুলো প্রকাশ পায়।

- ডায়রিয়ার সাথে জ্বরও থাকলে।
- ২দিনের বেশি সময় ডায়রিয়া থাকলে।
- মুখ শুকিয়ে গিয়ে পিপাসা লাগলে।
- খুব কম বা একেবারেই প্রস্রাব না হলে।
- প্রচণ্ড পেটে ব্যথা হলে।
- পায়খানার সাথে রক্ত গেলে।

তবে আপনার উচ্চ রক্তচাপ থাকলে ওরস্যালাইন খাওয়ার আগে রক্তচাপ মেপে নেওয়া ভালো।

কে/এস

Leave a Comment