ম্যালেরিয়া সারাতে ঘরোয়া উপায়

  • কবিতা আক্তার
  • নভেম্বর ১১, ২০১৯

বর্ষার সাথে নানাভাবেই জীবনে ঢুকে পড়তে পারে ম্যালেরিয়া। সন্ধ্যা থেকে ভোরের মধ্যে সংক্রমিত অ্যালোফিলিস মশার কামড়ে শরীরে বাসা বাঁধে প্লাজমোডিয়াম প্যারাসাইট। এর প্রকোপেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয় মানুষ।

একটু সতর্ক হলে ম্যালেরিয়ার চিকিৎসা করা যায় ঔষধ ছাড়াই। রান্নাঘরে থাকা প্রতিদিনের ব্যবহারের কিছু জিনিসেই চিকিৎসা করা যায় ম্যালেরিয়ার। আসুন জেনে নেই

লেবু
লেবুর রস কমাতে পারে ম্যালেরিয়ার জ্বর। পানির মধ্যে ৪ বা ৫ ফোঁটা লেবুর রস মিশিয়ে খেলে কমে যেতে পারে শরীরের তাপমাত্রা।

দারচিনি
ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় দারচিনি। এক গ্লাস পানিতে এক চা চামচ দারচিনি গুঁড়ো, এক চা চামচ মধু, এক চিমটে গোলমরিচ গুঁড়ো দিয়ে ফুঁটিয়ে প্রতিদিন পান করলেও ম্যালেরিয়া থেকে রেহাই পাওয়া যায়।

তুলসী
তুলসীর পাতা চিবিয়ে বা রস করে খেলে ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়া যায়।

আদা
আদা ছোট ছোট করে কেটে ২ - ৩ চা চামচ কিসমিসের সাথে মিশিয়ে এক গ্লাস পানিতে ফুঁটিয়ে নিন। পানি অর্ধেক না হওয়া পর্যন্ত জ্বাল দিন। এই পানিও কমিয়ে দিতে পারে ম্যালেরিয়ার জ্বর।

আঙুর
প্রতিদিন আঙুর খেলে সেরে যাবে ম্যালেরিয়া।

কে/এস

Leave a Comment