হার্ট অ্যাটাক হলে কি করবেন?

  • কবিতা আক্তার
  • নভেম্বর ১১, ২০১৯

হার্ট অ্যাটাক হলে কি করবেন, তার আগে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি কি?
- বুকে অতুলনীয় ব্যথা হওয়া।
- বুকে যন্ত্রণা হওয়া বা ভারী লাগা।
- বিষম খাওয়া।
- দম বন্ধ হওয়া।
- প্রচুর ঘাম।
- বমি বা বমি বমি ভাব।
- অনাগত মৃত্যুর ভয়।

করণীয়

চিকিৎসার জন্য রোগীকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যেতে হবে। সন্নিকটে হৃদ রোগের চিকিৎসা পাওয়া যায় এমন হাসপাতালে নেওয়া উত্তম। হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করতে হবে। হাসপাতালে পৌঁছার পূর্বে বাসা / কর্মস্থল / রাস্তায় করণীয় হলো -

- পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিতকরণ।
- জিহ্বার নিচে একটি নাইট্রেট ট্যাবলেট দিতে হবে।
- দ্রুত হাসপাতালে পৌঁছার ব্যবস্থা করতে হবে।

এছাড়া আদর্শ জীবনযাপন, রক্তচাপ, রক্তের শর্করা সঠিক মাত্রায় রাখা, নিয়মিত ব্যায়াম, ধূমপান ও মদ্যপান ত্যাগ, অতিরিক্ত লবণ পরিহার, মিষ্টি জাতীয় খাবার পরিহার, শাকসবজি বেশি খাওয়া, উত্তেজনা নিয়ন্ত্রণ ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপনের মাধ্যমে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে আনতে হবে। হার্ট অ্যাটাক হলে ভয় না পেয়ে, যথাযথ চিকিৎসা নিন।

কে/এস

Leave a Comment