স্নায়ুবিক বৈকল্যজনিত রোগের চিকিৎসা হবে ব্যথানাশকে

  • কবিতা আক্তার
  • নভেম্বর ১১, ২০১৯

নতুন এক গবেষণায় দেখা গেছে, ব্যথানাশক ঔষধ অ্যাসপিরিনে আলঝেইমারসহ সব ধরনের স্নায়ুবিক বৈকল্যজনিত রোগ নিরাময় সম্ভব। অ্যাসপিরিনের একটি উপাদান আলঝেইমার, পারকিনসন্স ও হান্টিংটন রোগের সঙ্গে সম্পর্কিত কোষের মৃত্যু ঠেকাতে সক্ষম।

অ্যাসপিরিন জিএপিডিএইচ নামের একটি এনজাইমকে জুড়ে দেয়। স্নায়ুবিক বৈকল্যজনিত রোগে এটি প্রধান ভূমিকা রাখে বলে ধারনা করা হয়।

সহকারী যুক্তরাষ্ট্রের গবেষণায় বাল্টিমোরের জন হপকন্স বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞান বিভাগের অধ্যাপক সলোমন স্নাইডার বলেন, এতোদিন ধারনা করা হত জিএপিডিএইচ অ্যানজাইমটি শুধুমাত্র গ্লুকোজের হজমক্রিয়াতে কাজ করে। কিন্তু এখন জানা যাচ্ছে অ্যানজাইমটি আন্তঃকোষীয় সংকেত পাঠাতেও কাজ করে।

নতুন গবেষণায় প্রমাণিত হয়েছে, অ্যাসপিরিন সংশ্লিষ্ট ওষুধ স্যালিকাইলেটের টার্গেট জিএপিডিএইচ অ্যানজাইমটি। তাই এ ধরনের ওষুধ বিভিন্ন চিকিৎসাতেও ব্যবহার হতে পারে।

কে/এস

Leave a Comment