হাঁপানি বা অ্যাজমা কি ছোঁয়াচে রোগ? কাদের হতে পারে?

  • কবিতা আক্তার
  • নভেম্বর ১৩, ২০১৯

প্রশ্ন : হাঁপানি বা অ্যাজমা কি ছোঁয়াচে রোগ? কাদের হতে পারে?

উত্তর : অ্যাজমা বা হাঁপানি হলো শ্বাসনালীর অসুখ। যদি কোন কারনে শ্বাসনালীগুলো অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের উত্তেজনায় উদ্দীপ্ত হয় তখন বাতাস চলাচলের পথে বাঁধার সৃষ্টি হয়ে শ্বাস নিতে বা ফেলতে কষ্ট হয়।

যেকোন বয়সের স্ত্রী, পুরুষের, শিশু, কিশোরের হতে পারে। যাদের রক্তের সম্পর্কের আত্নীয়দের হাঁপানি আছে তাদের এ রোগ হওয়ার আশঙ্কা প্রবল। আবার দাদা দাদির থাকলে নাতি নাতনির বা তাদের ছেলেমেয়েরা এ রোগে আক্রান্ত হতে পারে। পিতা চেয়ে মায়ের বংশ থেকে হাঁপানিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

পারিবারিক বা বংশানুক্রমিক ভাবে হতে পারে, তবে ছোঁয়াচে নয়। অ্যাজমায় আক্রান্ত মায়ের বুকের দুধ খেয়ে শিশুদের অ্যাজমায় আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই। মায়ের সংস্পর্শ থেকেও কোন অ্যাজমা হওয়ার আশঙ্কা নেই।

কে/এস

Leave a Comment