প্রসব পরবর্তী রক্তপাত সম্পর্কে জানুন

  • তাসফিয়া আমিন
  • নভেম্বর ১৭, ২০১৯

বাচ্চা জন্মের পর যোনি পথ দিয়ে মাসিকের মতো রক্তপাত হয়। প্রথম কয় দিন প্রচুর রক্তপাত হয় যার জন্য এই কয়দিন বেশি শোষণ ক্ষমতা সম্পন্ন স্যানেটারি প্যাড ব্যবহার করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া এই সময় কাপড়, মেন্সট্রুয়াল ক্যাপ বা টেম্পনস ব্যবহার করবেন না কেননা এতে করে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে।

বাচ্চা কে বুকের দুধ খাওয়ানোর সময় জরায়ু সংকুচিত হয় যার কারণে বুকের দুধ খাওয়ানোর সময় রক্তপাত আরও বেশি এবং গাড় ভাবে হতে পারে। এই সময় আপনি মাসিকের মত ব্যাথাও অনুভব করতে পারেন। একে বলা হয় ‘after pains’। ধীরে ধীরে রক্তের রঙ বাদামী হতে শুরু করে এবং পরিমানেও কমতে থাকে। কয়েক সপ্তাহ পর রক্তপাত বন্ধ হয়ে যায়।

যদি বেশি পরিমানে জমাট রক্ত বের হতে থাকে তাহলে স্যানেটারি প্যাডে সেটি সংরক্ষণ করে আপনার ডাক্তার কে দেখাতে হবে এবং তার জন্য যথাযথ চিকিৎসা নিতে হবে।

কে/এস

Leave a Comment