নবজাতকের সংক্রমণ কি?

  • কামরুন নাহার স্মৃতি
  • নভেম্বর ২১, ২০১৯

নবজাতকের সংক্রমণ কি?

নবজাতকের সংক্রমণ হলো ৯০ দিনের কম বয়সী শিশুদের রক্তের সংক্রমণ। জন্মের প্রথম সপ্তাহের মধ্যে এর প্রাথমিক সংক্রমণ দেখা যায়। পরবর্তী সংক্রমণ জন্মের ৮-৮৯ দিনের মধ্যে দেখা যায়। জন্মের সময় বা জন্মের আগে মায়ের কাছ থেকে শিশু এই সংক্রমণ পেয়ে থাকে।

নবজাতকের সংক্রমণ হয়েছে কি করে বুঝবেন?

নবজাতকের সংক্রামণ হলে সাধারণত এই লক্ষণগুলো দেখা দেয়।

- শরীরের তাপমাত্রা পরিবর্তন
- শ্বাস প্রশ্বাসে সমস্যা
- ডায়রিয়া
- নবজাতকের নড়াচড়া কমে যাওয়া
- বুকের দুধ খাওয়া কমে যাওয়া
- খিঁচুনি হওয়া
- পেট ফুলে যাওয়া
- বমি করা
- ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া।

কে/এস

Leave a Comment