নীরব ঘাতক উচ্চ রক্তচাপ

  • কামরুন নাহার স্মৃতি
  • ডিসেম্বর ১, ২০১৯

স্বাস্থ্যখাতেও খরচ কমে। বিশ্বস্বাস্থ্য সংস্থায় রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর সারা বিশ্বে ৯.৪ মিলিয়ন মানুষ হার্ট অ্যাটাক ও স্ট্রোকে মারা যায়। যা মূলত ঘটে থাকে উচ্চ রক্তচাপের কারণে। সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় স্ট্রোক ও হার্ট অ্যাটাকে, যদি দুটো রোগ একসঙ্গে ধরা যায়।

ইউরোপের তুলনায় আফ্রিকা ও এশিয়ার দেশগুলিতে বেশিরভাগ মানুষ সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো রোগগুলো এখন আর পিছিয়ে নেই। আফ্রিকা ও এশিয়ায় বিস্তৃত হচ্ছে এসব।

ডাব্লিউ এইচ এর তথ্য অনুযায়ী, ৪৬শতাংশ আফ্রিকান ৬০বছর বয়স হওয়ার আগেই হৃদযন্ত্রের অসুখ বিসুখে মারা যায়। শিল্পোন্নত অনেক দেশে অকাল মৃত্যুর জন্য মূলত হার্ট ও মস্তিষ্কের রোগ ব্যাধি দায়ী। উন্নয়নশীল দেশগুলোতেও এখন এই ধরনের রোগের হার বৃদ্ধি পাচ্ছে। উচ্চরক্তচাপের মতো উপসর্গগুলিই এর প্রধান কারণ।

কে/এস

Leave a Comment