বাচ্চার ওজন সমস্যা!

  • রেজবুল ইসলাম
  • জানুয়ারি ১, ২০১৮

প্রশ্ন : বাচ্চার ওজন ১৮মাস আর ওজন ১১.৫কেজি। এটা কি ঠিক আছে ?

উত্তর : জন্মের সময় বাচ্চার যা ওজন ছিল তার তিন গুণ হবে এক বছরে। তার পর প্রতি বছরে পাঁচ পাউন্ড করে বাড়ার কথা, পাঁচ বছর পর্যন্ত। এখন আপনি হিসাব করে নেন ।

Leave a Comment