হার্ট ফেইলিউর কেন হয় ও এর প্রতিকার

  • কবিতা আক্তার
  • ডিসেম্বর ১৩, ২০১৯

হৃৎপিন্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না তখন তাকে হার্ট ফেইলিউর বলে।

কারণ:
দেহে যে পরিমাণ রক্ত প্রবাহ থাকা দরকার হৃৎপিন্ড সে পরিমাণ রক্ত পাম্প করতে না পারলে হার্ট ফেইলিউর ঘটে। হৃৎপেশি নষ্ট হয়ে যাওয়া অথবা অতিরিক্ত চাপ এর ফলে হৃৎপেশির কার্যকারিতা কমেগিয়ে হার্ট ফেইলিউর হয়। উচ্চ রক্তচাপ, অতিরিক্ত কাজ, হৃৎপিন্ডের প্রকোষ্ট আয়তন পরির্বতন কারণে হার্ট ফেইলিউর হয়।

লক্ষণ:

- দমের ঘাটতি বা শ্বাসকষ্ট
- বাস থেকে ওঠার সময় ঘুমে ঢলে পড়া
- পা ফুলে যাওয়া
- রক্তও মিউকাসসহ কাশি
- বমিভাববা বমি হওয়া।
- হার্ট ফেইলিউর রোগীর পাকস্থলি সবসময় ভরা মনে হয় কিংবা বমি ভাব থাকে।
- এছাড়াও রোগীর ওজনও কমে যেতে পারে।

প্রতিকার
- ধূমপান পরিহার করতে হবে
- নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ গ্রহণ করতে হবে।

কে/এস

Leave a Comment