শিশুর অন্ধত্বের কারণ ও প্রতিরোধের উপায়

  • কবিতা আক্তার
  • ডিসেম্বর ১৩, ২০১৯

কারণ

 

- ছানি,
- ভিটামিন এ'র অভাবে কর্নিয়া নষ্ট,
- হাম ও মারাত্নক ডায়রিয়া,
- এফাকিয়া,
- গাছ গাছড়ার ব্যবহার বা চোখের আঘাত ইত্যাদি।

প্রতিরোধের উপায়
- শিশু জন্মের পর পরই শিশুর চোখ পরিষ্কার করতে হবে এবং শিশুর চোখে কোন ময়লা বা পুঁজ দেখামাত্র চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

- প্রসবের পর মাকে ভিটামিন এ খাওয়াতে হবে।

- জন্মের পর পরই শিশুকে শাল দুধ খাওয়াতে হবে এবং ৬মাস পর্যন্ত মায়ের দুধই খাওয়াতে হবে।

- জন্মের এক বছরের মধ্যে হামের টিকাসহ সব টিকা দিতে হবে।

- পাঁচ বছরের নিচের শিশুদের হাম, নিউমোনিয়া, ডায়রিয়া এবং অপুষ্টিজনিত অবস্থায় ভিটামিন এ খাওয়াতে হবে।

- শিশু ঠিক মতো দেখতে না পেলে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

- শিশুর চোখের মনি সাদা হলে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

- চোখ ট্যারা হলে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

- চোখে কখনোই গাছ গাছালি ও কবিরাজি ঔষধ দেওয়া যাবেনা।

- শিশুকে স্কুলে ভর্তির পূর্বে চোখ পরীক্ষা করতে হবে।

- শিশুর চোখে আঘাত লাগলে সঙ্গে সঙ্গে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কে/এস

Leave a Comment