সাইনোসাইটিসের লক্ষণ ও প্রতিকার

  • কবিতা আক্তার
  • ডিসেম্বর ১৮, ২০১৯

সাইনোসাইটিসের লক্ষণ ও প্রতিকার

সাইনোসাইটিসের প্রধান কারণ বা লক্ষণ হলো মাথা ব্যথা যা সাইনাসের বিভিন্ন স্থানে হতে পারে। তীব্র মাথা ব্যথা, নাকে ঘন সর্দি বা পুঁজ, তাতে দুর্গন্ধও থাকতে পারে, নাক দিয়ে অবিরত পানি পড়া বা হঠাৎ করে নাক বন্ধ হয়ে যাওয়া সাইনোসাইটিসের একটি পরিচিত উপসর্গ। সেই সাথে তীব্র, দীর্ঘ ও বিরক্তিকর মাথা ব্যথাতো রয়েছেই।

সাইনাস ইনফেকশন থাকাকালিন সময়ে এ ব্যথা থাকবে নাকের দুপাশে, চোখের ভ্রুর উপরে এবং চোখের ভিতরে। মাথা ভারী ভারী লাগা ও সবকিছু খাবারের স্বাদ নষ্ট হয়ে যাওয়া এই রোগটিকে নানাভাবে তীব্র অস্বস্তিকর একটি রোগে পরিণত করে। মুখমন্ডলে অনুভূতিহীন মনে হয়।

সাইনোসাইটিসের কারণে চোখে সংক্রমণ হতে পারে ফলে চোখের দৃষ্টিশক্তি হ্রাস পায় ও গায়ে জ্বর দেখা দেয়।

প্রতিকার
যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে তাদের রোগ এড়াতে কিছু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। যারা বিভিন্ন এলার্জিতে ভোগে তাদের এ রোগটি বছরে কয়েকবার হয়ে থাকে।

শুষ্ক, খোলামেলা এবং যথেষ্ট আলোবাতাস আছে এমন ঘরে বসবাস সাইনোসাইটিসের সম্ভাবনা অনেকাংশে হ্রাস করে।

ধূলা-বালি থেকে দূরে থাকতে হবে। ঘন ঘন ঠান্ডা লাগানো যাবে না।

একটু লবণ পানি নাক দিয়ে টেনে নিতে হবে এবং মুখের উপর গরম সেক দিতে হবে।

এরপরও যদি এ রোগ না সারে তাহলে নাক, কান, গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।

কে/এস

Leave a Comment