ওটিটিস মিডিয়া

  • কবিতা আক্তার
  • ডিসেম্বর ১৮, ২০১৯

মাঝের কর্ণের ফাঁকা স্থান যদি ভাইরাস এর কারণে সংক্রমিত হয় এবং প্রদাহ, পুঁজ, জ্বর উপসর্গ সৃষ্টি করে তবে একে ওটিটিস মিডিয়া বলে।

এই রোগের কারণ-
প্রধানত ভাইরাস, ছত্রাকের সংক্রমণে এই রোগ হয়।
ওটিটিস মিডিয়ার মূল কারণ হলো ইউস্টেশিয়ান নালি বন্ধ হয়ে যাওয়ায় মাঝেরকর্ণের ফাঁকা স্থানে ইনফেকশন হয়।

কানে দূষিত পানি ঢোকা এবং আঘাতজনিত কারণে জীবাণু দ্বারা এ রোগ হয়।

রোগের লক্ষণ
শিশুদের ক্ষেত্রেঃ
- কানে ব্যথা হয়।
- কান টানতে থাকে।
- অতিরিক্ত কান্নাকাটি করে।
- ঘুমের ব্যাঘাত ঘটে।
- পুঁজ পড়ার কারণে কান ভেঁজা থাকে এবং বিশ্রী গন্ধ হয়।

বয়স্কদের ক্ষেত্রেঃ
- কানে চাপ লাগে এবং ব্যথা হয়, ভোঁ ভোঁ করে।
- প্রচন্ড মাথা ব্যথা করে, কাশি ও নাক দিয়ে পানি ঝরে ফলে কানে কম শুনে।
- ঘুমাতে অসুবিধা হয়।

ওটিটিস মিডিয়ার জটিলতা:
- কানের পর্দা ছিদ্র হয়।
- শ্রবণ শক্তি হ্রাস পায়।

প্রতিরোধ
- শিশুর অবস্থার কমপক্ষে১২ মাস মায়ের বুকের দুধ পান করাতে হবে।
- বোতলের দুধ খাওয়ানোর সময় শিশুকে উচু করে ধরে খাওয়াতে হবে।
- সব সময় সতর্ক থাকতে হবে।

কে/এস

Leave a Comment