বারবার প্রস্রাবের চাপ মারাত্মক রোগের লক্ষন হতে পারে

  • তাসফিয়া আমিন
  • জানুয়ারি ৫, ২০২০

আপনি কি সর্বদা প্রস্রাবের চাপ অনুভব করেন? এবং সব সময় কি ভয়ে থাকেন যে, অনুকূল অবস্থায় সময়মতো প্রস্রাব ধরে রাখতে পারবেন না? যদি আপনার অবস্থা এরকমই হয়ে থাকে তাহলে ধরে নেওয়া যায় আপনার মূত্রথলি মাত্রাতিরিক্ত সংবেদনশীল। এটি এমনই এক সমস্যা যাতে আপনি হঠাৎ প্রস্রাব করার তীব্র ইচ্ছা অনুভব করেন। এই ইচ্ছা দমন করা প্রায় অসম্ভব। এটি একটি রোগ, এবং এই রোগে অনিচ্ছাকৃতভাবেই প্রস্রাব বের হয়ে যেতে পারে।

রোগের লক্ষণঃ

- হঠাৎ তীব্র প্রস্রাব করার ইচ্ছা

- অনিচ্ছাকৃত ভাবে প্রস্রাব ঝরা

- বার বার প্রস্রাব করার আকাঙ্খা

- রাতে ৩ বা তার বেশিবার বাথরুমে যাওয়া

কখন ডাক্তারের পরামর্শ নেবেন?

সাধারণত এই ধরণের ব্যক্তিগত সমস্যার জন্য মানুষ চিকিৎসকের সঙ্গে আলোচনা করে না, কিন্তু যখন সমস্যার তীব্রতা আপনার ব্যক্তিগত জীবনের কাজের ধারাবাহিকতা, সামাজিকতা অথবা দৈনন্দিন কাজের মারাত্মক বিঘ্ন ঘটায় তখন চিকিৎসকের শরণাপন্ন না হয়ে উপায় থাকে না। সুতরাং যখন চিকিৎসা আপনাকে নিরাময় করতে পারে তখন সমস্যার মূল্যায়ন না করে প্যাড বা ডায়াপার ব্যবহার করে রোগ ধামাচাপা দেওয়া উচিত নয়। কেননা, এধরনের লক্ষণসমূহ মূত্রথলির ক্যান্সারের ক্ষেত্রেও দেখা যায়। এজন্য আপনার যদি ঘনঘন প্রস্রাবের চাপ আসে বা প্রস্রাব বারবার হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরনাপন্ন হোন।

Leave a Comment