কিডনি ক্যান্সারের কারণ

  • তাসফিয়া আমিন
  • ফেব্রুয়ারি ২২, ২০২০

কি কারণে কিডনির কোষ গুলো ক্যান্সার কোষে পরিণত হয় সেটা পরিষ্কার নয়। কিন্তু গবেষকরা নির্ভরযোগ্য কিছু কারণ বের করেছেন যার কারণে কিডনি ক্যান্সার হতে পারে। চলুন বিস্তারিত জেনে নিইঃ

১. ভন হিপপেল লিনডিও রোগ: যে সমস্ত লোকদের এই ধরণের জন্মগত বা বংশগত রোগ থাকে তাদের বিভিন্ন ধরণের টিউমার সহ কিছু ক্ষেত্রে রেনাল সেল কারসিনোমাও হতে পারে।

২. বংশগত কারণ: জন্মগত প্যাপিলারী রেনাল সেল কারসিনোমা -যাদের এই ধরণের বংশগত রোগ থাকে তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি।

৩. ধূমপান: ধূমপান ট্রানজিশনাল সেল কারসিনোমার ঝুঁকি বাড়িয়ে দেয়।

৪. কর্মক্ষেত্রে রাসায়নিক পদার্থ: কর্মক্ষেত্রে নির্দিষ্ট রাসায়নিক পদার্থের সংস্পর্শে ট্রানজিশনাল সেল কারসিনোমা হওয়ার সম্ভাবনা থাকে।

৫. লিঙ্গ: মেয়েদের চেয়ে পুরুষদের ক্ষেত্রে রেনাল সেল ক্যান্সার বেশি হয়।

৬. স্থুলতা: মাঝারি ওজনের লোকদের থেকে স্থুলকায় লোকদের রেনাল সেক কারসিনোমা ঝুঁকির পরিমাণ বেশি।

৭. উচ্চ রক্তচাপ: কিছু প্রানীর উপর গবেষণা করে দেখা গেছে যে উচ্চরক্তচাপ এর ঔষধের কারণে কিডনি ক্যান্সারের ঝুঁকি বাড়ে। কিন্তু মানুষের উপর গবেষণা করে সেরকম কোনো ফল পাওয়া যায় নি।

৮. বয়স: বয়স বাড়ার সাথে সাথে ক্যান্সারের ঝুঁকির পরিমাণও বেড়ে যায়। কিডনির ক্যান্সার সাধারণত ৬০ বছর বা তার বেশি বয়সি মানুষের হয়। তবে কম বয়সীরাও কিডনি ক্যান্সারে আক্রান্ত হতে পারে।

Leave a Comment