বাচ্চাকে বর্ণমালা শেখানোর পাঁচ কৌশল

  • তাসফিয়া আমিন
  • ফেব্রুয়ারি ২৫, ২০২০

তিন বছর হতে দেরি, শুরু হয়ে যায় বাবুকে স্কুলে পাঠানোর তোড়জোড়। কিন্ডারগার্টেন বা প্রি-স্কুলে যাওয়ার আগে ওকে বর্ণমালাটুকু শিখিয়ে দিন। কীভাবে? কিছু কৌশল জেনে নিন।

১. গান বা ছড়ার মাধ্যমে মজায় মজায় বর্ণ শেখার অন্যতম উপায় হলো গানের মাধ্যমে শিক্ষণ প্রক্রিয়া। বর্ণমালা নিয়ে তৈরি গানটি বাচ্চাকে শোনাতে থাকুন। নিয়মিত শুনতে শুনতে একসময় বাচ্চা নিজেই বর্ণমালা আয়ত্ত করে ফেলবে।

২. বর্ণমালার বই চেষ্টা করুন বাচ্চার বইগুলো তার সামনে বারবার পড়তে। এতে সে আপনার মুখে অক্ষরের পুনরাবৃত্তি শুনে তা আয়ত্ব করতে পারবে খুব সহজে। কারণ শিশুরা অনুকরণ করতে ভালবাসে।

৩. বর্ণ লেখা শেখান ছন্দে ছন্দে শিশুর বর্ণ লেখার দক্ষতা অর্জনে ছন্দেরই প্রয়োগ করতে হবে। ছন্দ ও নির্দেশনার মাধ্যমে কীভাবে বর্ণ লেখা শুরু করা যায়, তার-ই খুঁটিনাটি দেওয়া বই বাজারে পেয়ে যাবেন।

৪. বর্ণ ধাঁধা এখানে বর্ণগুলো শক্ত কাগজ বা কাঠের হতে হবে, তার গায়ে আঁকা থাকবে সেই অক্ষর দিয়ে একট ছবি। এতে বর্ণ শেখার পাশাপাশি শব্দ ভান্ডারও বড় হবে।

৫. স্যান্ডপেপারের সাহায্যে স্যান্ডপেপার হলো কাগজে বা কাঠের গায়ে নকশা করা অক্ষর। এক্ষেত্রে একই সাথে তিনটি জিনিস শিখতে পারে আপনার শিশু - অক্ষরের আকার, লেখার নিয়ম এবং উচ্চারণের নিয়ম।

Leave a Comment