শিশুর গলা খুসখুস করে? জেনে নিন এ সম্পর্কিত কিছু তথ্য!

  • তাসফিয়া আমিন
  • ফেব্রুয়ারি ২৫, ২০২০

অত্যন্ত বিরক্তিকর একটি অসুখ এই গলা খুসখুস করা। অসুখ না বলে একে অসুখের উপসর্গ বললেও ভুল বলা হবে না। আমরা বড়রা-ই অস্থির হয়ে পড়ি, আর কচিগুলোর কথা না হয় ছেড়েই দিলেন।

- ঠান্ডা লেগে ঘুসঘুসে সর্দি বা ভাইরাল ইনফেকশন এই গলা খুসখুস করার কারণ হতে পারে।

- ভাইরাসের আক্রমণে গলা খুসখুস হলে তা বিনা ওষুধেই সেরে যাবে। ৭ দিনের মধ্যেই সেরে যাবে।

- গলা খুসখুসানিতে খুব কষ্ট পেলে, খাবার খেতে গেলে বমি হয়ে গেলে বা জ্বর এসে গেলে বা নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও না সারলে পরীক্ষা আবশ্যক। ইনফেকশন হয়েছে কি না; তা বোঝা যাবে টেস্টের মাধ্যমে।

- বাচ্চাদের ক্ষেত্রে কখনই কিছু হলেই আগে অ্যান্টিবায়টিক ধরিয়ে দেওয়া ঠিক নয়; এতে শরীরের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়; তাই সব ধরনের গলা খুসখুসানিতে ওষুধ দেওয়ার কোনো দরকার নেই।

- বাড়িতে কুলকুচি করান বা আদা, মধু, তুলসীপাতা দিয়ে চা করে দিন আপনার বাচ্চাটিকে। ঘরোয়া ওষুধেই অনেক আরাম পাবে বাবু। বারবার খাওয়ান হালকা গরম পানি।

- আর যদি স্ট্রেপটোকক্কাল (Streptococcal) নামের ইনফেকশনটির কারণে এই গলা খুসখুস হয়ে থাকে; সেক্ষেত্রে ডাক্তার বাচ্চাকে অ্যান্টিবায়টিক ওষুধ দিতে পারেন ।

- এই ইনফেকশনের ব্যাকটেরিয়া মূলত হাঁচি, কাশির থেকে ছড়ালেও আক্রান্ত বাচ্চার ব্যবহৃত খেলনা থেকেও ছড়াতে পারে। তাই এক বাচ্চার খেলনা আরেক বাচ্চাকে দেবেন না।

Leave a Comment