শিশুর খাবারে কোন বয়স থেকে ঘী দেওয়া যেতে পারে এবং পরিমাণ কতটুকু ?

  • তাসফিয়া আমিন
  • মার্চ ৪, ২০২০

শিশুর খাবারে কোন বয়স থেকে ঘী দেওয়া যেতে পারে এবং পরিমাণ কতটুকু ? অনেকেই জানেন না যে, শিশুরা যতদিন স্তন্যপান করে, ততদিন তাদের শরীরের প্রয়োজনীয় ফ্যাট সেই মায়ের দুধ থেকেই তারা পেয়ে যায়। তাই স্তন্যপান বন্ধ হওয়ার পরেই শিশুকে ঘী খেতে দেওয়া উচিত ।

যদি শিশু ছ’মাস বয়স পর্যন্ত মায়ের দুধ খায়, তা হলে সাত-আট মাস বয়স থেকেই তাকে ঘী খাওয়ানো শুরু করা উচিত। আর শিশু যদি ৬ মাসের বেশি বুকের দুধ পান করে তাহলে ১ বছর বয়সের পর থেকে শিশুকে ঘী খাওয়াতে পারবেন।

তবে অবশ্যই মাথায় রাখবেন, আপনার বাচ্চাকে ঘী দেওয়ার আগে চিকিৎসকের থেকে জেনে নিন, বাবুর কোনো সমস্যা হবে হব কি না। কোনও ভাবেই দিনে এক চামচের বেশি ঘী বাবুকে দেবেন না ।

Leave a Comment