৬-৮ মাস বয়সের বাচ্চার খাবারের তালিকা জানুন!

  • কামরুন নাহার স্মৃতি
  • জুন ১৪, ২০২০

সকাল ৭টা থেকে ৮টা, বুকের দুধ অথবা ৬-৮ আউন্স দুধ।

সকাল ১০টা, ৪-৬টেবিল চামচ সুজি বা খিচুড়ি, ৪-৬ টেবিল চামচ চটকানো ফল।

দুপুরে বুকের দুধ অথবা ৬ আউন্স দুধ, ১-৩ টেবিল চামচ খিচুড়ি বা সুজি।

বিকেলে ১-৩ টেবিল চামচ চটকানো ফল, বুকের দুধ, ৩-৬ আউন্স দুধ।

রাতে বুকের দুধ, ৬-৮ আউন্স দুধ। খিচুড়ি বা সুজি ৪ টেবিল চামচ।

আরো পড়ুন :  বাচ্চাকে ৭ মাস বয়স থেকে দিন চাল ও মুগডালের জাউ

Leave a Comment