দাঁতের রুট ক্যানেল চিকিৎসা কি?

  • কামরুন নাহার স্মৃতি
  • জুন ২৩, ২০২০

প্রশ্নঃ দাঁতের রুট ক্যানেল চিকিৎসা কি?

উত্তরঃ এই চিকিৎসায় দন্তমজ্জা ফেলে দিয়ে দাঁতের মধ্যকার সমস্ত ইনফেকশন উপযুক্ত পদ্ধতিতে পরিষ্কার করে বিশেষ ধরনের ওষুধ দিয়ে ড্রেসিং দিয়ে দাঁতটিকে পুরাপুরি সিল করে বিশেষ ধরনের ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ফিলিং করে দেওয়া হয়।

প্রশ্নঃ কি ধরনের পার্মানেন্ট ফিলিং সবচেয়ে ভালো? 

উত্তরঃ আমাদের সামনের দাঁতগুলো আমাদের সৌন্দর্য সহায়ক। এক্ষেত্রে বেশিরভাগই লাইট কিউর কম্পজিট ফিলিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়।

আরো পড়ুন :  নবজাতকের স্তন ও কিছু ভুল ধারণা!!

বর্তমানে অনেক আধুনিক কম্পজিট ফিলিং ম্যাটেরিয়াল রয়েছে যা আপনার দাঁতের রঙের সাথে মিলিয়ে ফিলিং করে দেওয়া হয়। পিছনের দাঁতে সাধারণত অ্যামালগাম ফিলিং করা হয়। তবে আজকাল পিছনের দাঁতেও কম্পজিট ফিলিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে যা অনেক ক্ষেত্রে গতানুগতিক অ্যামালগাম ফিলিং হতে অনেক উন্নত।

Leave a Comment