শাল দুধ কী? শাল দুধ শিশুর জন্য উপকারী?

  • কামরুন নাহার স্মৃতি
  • জুন ২৪, ২০২০

প্রশ্নঃ শাল দুধ কী? শাল দুধ শিশুর জন্য উপকারী?

উত্তরঃ প্রসবের পরে মায়ের বুকের দুধে প্রথম যে দুধ আসে তাকে শালদুধ বলে। শালদুধ ঘন, আঁঠালো এবং একটু হলুদ রংয়ের হয়ে থাকে। শিশুকে শাল দুধ খাওয়ানোর উপকারিতা গুলো হলোঃ

১. শালদুধ শিশুর জন্য অত্যন্ত উপকারী এবং শিশুর জীবনের প্রথম টিকা হিসেবে কাজ করে।

আরো পড়ুন : ঋতুস্রাবের আগে যেসব খাবার খাবেন

২. শালদুধ আমিষ সমৃদ্ধ এবং এতে প্রচুর ভিটামিন-এ আছে।

৩. এতে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা।

৪. শালদুধ শিশুর পেট পরিষ্কার করে এবং নিয়মিত পায়খানা হতে সাহায্য করে।

৫. শিশুর জন্ডিস হবার সম্ভাবনা কমে যায়।

Leave a Comment