জন্মদাগের কারণ গুলো কী?

  • ফাতেমা আক্তার রিপা 
  • জুন ২৫, ২০২০

জন্মদাগের বিজ্ঞানসম্মত কারণ কি তা এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে বুঝা যায় নি। বিশেষভাবে এগুলো কেন কিছু সদ্যজাত শিশুদের মধ্যে লক্ষণীয়ভাবে দেখা যায় যা অন্য সবার ক্ষেত্রে হয় না। যাই হোক জন্মদাগের কতিপয় সম্ভাব্য কারণ রয়েছে। কারণগুলো হলো-

১.কিছু গবেষণা থেকে পাওয়া যায় যে শীঘ্র গর্বকালের কারণে ডিম্বকবাহী গর্বপত্র সংক্রান্ত টুকরো ভ্রূণে অনুবিদ্ধ হবার কারণে জন্মদাগ হতে পারে।

আরো পড়ুন : রাতে অতিরিক্ত প্রস্রাব 

২.রক্তের শিরা একই জায়গায় জমাট বাধার কারণে এনডোথেলিয়াল কোষের সৃষ্টি হয়।আর তার কারণে সৃষ্ট স্ট্রবেরি হেয়মাঞ্জিওমাস কে জন্মদাগের কারণ হিসেবে ভাবা হয়।

৩.স্নায়ুর ক্ষতির ফলস্বরূপ  অতি বিস্তৃত কৈশিক নাড়ী জন্মদাগের কারণ হতে পারে।

৪.অন্য এক গবেষণায় দেখা যায় যে, ত্বকের নিচে রক্তের শিরা ঘনীভূত হবার কারণে জন্মদাগের  সৃষ্টি হতে পারে।

Leave a Comment