পুরুষের যেসব শারীরিক লক্ষণ কঠিন রোগের পূর্বাভাস!

  • কবিতা আক্তার
  • জুলাই ১৯, ২০২০

পুরুষরা অনেক সময়েই বাইরের জগতের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। নিজের শরীরের দিকে সেই কারণে আর তেমন নজর দেওয়ার সময় পান না। সেই অবকাশে শরীরে বেড়ে উঠতে থাকে কোনও এক গুরুতর ব্যাধি।

অতিরিক্ত ক্লান্তিভাবঃ পরিশ্রম কিংবা যথেষ্ট পুষ্টিকর খাবার না খাওয়া ক্লান্তিবোধ হওয়ার একটি কারন হতে পারে। কিন্তু যদি দেখাযায় সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ক্লান্তি বোধ হয়, তা হলে তা হতে পারে রোগে লক্ষণ।

আরো পড়ুন : স্তনের অস্বাভাবিক বৃদ্ধি সমস্যায় ফেলে অনেককেই

প্রস্রাবের সময়ে বেদনা অনুভব করা কিংবা রক্তপাত হওয়াঃ মূত্র ত্যাগের সময়ে যদি মূত্রনালীতে ব্যথার অনুভূতি হয়, কিংবা প্রস্রাবের সঙ্গে যদি রক্ত বের হয় তাহলে তা প্রস্টেট ক্যানসারের লক্ষণ।

জোরে জোরে নাক ডাকাঃ ঘুমের মধ্যে নাক ডাকার বিষয়টা তেমন গুরুত্ব দেন না প্রায় অনেক পুরুষই। কিন্তু আনেক দিন ধরে জোরো জোরে নাক ডাকা শ্বাসযন্ত্রের কোনও অ্যালার্জি হতে পারে।

আরো পড়ুন : গর্ভাবস্থায় এড়িয়ে চলুন তেঁতুল

অণ্ডকোষে কোন দলা অনুভব করাঃ পুরুষদের নিয়মিত নিজের অণ্ডকোষ হাত দিয়ে ধরে পরীক্ষা করা প্রয়োজন এবং দেখা দরকার সেখানে কোন পিণ্ড বা দলা অর্থাৎ লাম্পের অনুভূতি পাওয়া যাচ্ছে কি না। যদি তা যায়, তা হলে অবিলম্বে ডাক্তারের দ্বারস্থ হওয়া দরকার।

Leave a Comment