লোশন তৈরি করতে পারবেন চাল দিয়ে, কীভাবে? জানুন

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • সেপ্টেম্বর ১৩, ২০২০

- পরিষ্কার পানি দিয়ে চাল ভালোভাবে ধুয়ে নিন।

- একটি পাত্রে পানি ফুটতে দিন। সেখানে কিছু চাল দিয়ে সেদ্ধ করে নিন যতক্ষণ না তা নরম হয়ে গলে যায়।

- এটি ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে পেস্টের মতো তৈরি করে নিন।

- এই পেস্টে কয়েক ফোঁটা অ্যান্টি-এজিং প্রোপার্টিযুক্ত ভিটামিন ই তেল মেশান।

- সুগন্ধ যোগ করতে আপনি যেকোনো অ্যাসেন্সিয়াল অয়েল কয়েক ফোঁটাও মেশাতে পারেন।

- সব উপাদান মেশানো হয়ে গেলে একটি কাচের জারে ঢেলে ফ্রিজে রেখে দিন। রেফ্রিজারেটেড অবস্থায় এই লোশন চারদিন পর্যন্ত থাকতে পারে।

Leave a Comment