কোন রক্তের গ্রুপে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম এবং কেন?

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • নভেম্বর ২৭, ২০২০

সাম্প্রতিক একটি গবেষণায় গবেষকরা জানিয়েছেন হার্ট অ্যাটাকের ঝুঁকির সঙ্গে রক্তের গ্রুপের সম্পর্ক রয়েছে। নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অব মেডিকেল সেন্টার এর একটি রিসার্চ এ জানা গেছে, ও গ্রুপের রক্ত যাদের, অন্যদের চাইতে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কম। ১৩০০০০০ জনের উপরে করা এই গবেষণায় দেখা গেছে এ, বি এবং এবি রক্তের গ্রুপের সদস্যরা ও গ্রুপের সদস্যদের ৯ শতাংশ বেশি ঝুঁকিতে আছে।

গ্রুপের সদস্যদের চাইতে অন্যদের রক্ত জমাট বাধায় সহায়তাকারী প্রোটিনের পরিমাণ বেশি থাকে। রক্ত জমাট বেঁধে আর্টারি বন্ধ হয়ে যাওয়াই হার্ট অ্যাটাকের মূল একটি কারণ। এছাড়াও এ, বি এবং এবি রক্তের গ্রুপের সদস্যদের অধিক কোলেস্টেরল এবং ইনফ্লামেশনের সমস্যা থাকে বলে জানিয়েছেন গবেষকরা।

আরো পড়ুনঃ চিকেন কেইভ 

ঝুঁকি কম বলে ও গ্রুপের সদস্যরা কিন্তু ইচ্ছে মতো খাওয়া শুরু করলে চলবে না। আবার ঝুঁকি বেশি বলে এ, বি এবং এবি রক্তের গ্রুপের সদস্যদের দুশ্চিন্তা শুরু করলেও চলবে না। কারণ অতিরিক্ত দুশ্চিন্তাও কিন্তু হৃদপিণ্ডের জন্য ক্ষতিকর। সঠিক খাদ্যাভ্যাস, ওজন, বিশ্রাম এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে হৃদপিণ্ড সুস্থ রাখা সম্ভব।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment