শরীরের যে ১০পরিবর্তন কখনো অবহেলা করবেন না!

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জানুয়ারি ২৩, ২০২১

জটিল রোগের প্রাথমিক লক্ষণ আমরা গুরুত্বের সাথে নেই না। নিরব লক্ষণগুলোকে অবহেলা করে এড়িয়ে যাই। যা পরবর্তীতে বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। যেসব পরিবর্তন অবহেলা করবেন না...

১. নাক ডাকা

২. হঠাৎ রেগে যাওয়া

৩. আকস্মিক ওজন‌ হ্রাস

৪. বারবার মলত্যাগ

৫. প্রিয়জনের নাম মনে রাখতে না পারা

আরো পড়ুনঃ গাজরের কেক

. স্কিন র‌্যাশ যা থেকে চুলকানি হয়

৭. দীর্ঘস্থায়ী খুসখুসে কাশি

৮. শরীরের কোন স্থান থেকে অনভিপ্রেত রক্তক্ষরণ

৯. দাঁতের সমস্যা হওয়া

১০. শারীরিক ক্ষমতা হ্রাস এ সমস্যাগুলো এক বা একাধিক একসঙ্গে থাকতে পারে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এসব সমস্যা চিহ্নিত করা উচিত এবং শরীরের যেকোনো ধরনের রোগের লক্ষণ কোন ভাবে অবহেলা করা উচিত নয়।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment