সিজারের পর বেল্ট ব্যবহারের সুবিধা এবং কখন পড়া যাবে না!

  • কবিতা আক্তার
  • ফেব্রুয়ারি ১১, ২০২১

বেল্ট ব্যবহারের সুবিধা:

১. এটি পেটের চারপাশে আরামদায়ক টাইট একটা বন্ধনি হিসেবে কাজ করে। হালকা প্রেশারের কারণে পেটের থলথলে ভাব কমে যায়।

২. সিজারের সময় পেটের কয়েক স্তরের মাংসপেশি কেটে যায়। বেল্ট পরার ফলে প্রেশারের কারণে সেই পেশি জোড়া লাগার পদ্ধতি ত্বরান্বিত হয়।

৩. বেল্ট ব্যবহার করলে নবজাতককে কোলে নিতে, দুধ দিতে, নাড়াচাড়া করতে সুবিধা হয় এবং ব্যাথা কম হয়।

৪. সিজারের পর নিয়মিত বেল্ট ব্যবহার করলে প্রথম ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে জরায়ু পূর্বাবস্থায় ফিরে আসে। ‌

৫. কোমর ব্যথা উপশম হয়। ‌

আরো পড়ুনঃ ফর্সা ত্বক ৩ মিনিটেই!

কখন বের করা যাবে না?

১. সিজারের পর ইনফেকশন থাকলে বেল্ট ব্যবহার করা যাবে না।

২. অতিরিক্ত টাইট করে বেল্ট ব্যবহার করলে হার্নিয়া হতে পারে বা ইন্টারনাল ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে বেল্ট ব্যবহারে সাবধান হতে হবে। ‌

৩. গরমের সময় বেশিক্ষণ বেল্ট ব্যবহার করলে বা ঘাম হলে ইনফেকশন হতে পারে অথবা চুলকানি হতে পারে।

৪. প্রসবকালীন উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে বেল্ট ব্যবহারে সাবধান হতে হবে। অনেকের হার্ট-এ চাপ পড়ে বুকে ধড়ফড় করতে পারে। সেক্ষেত্রে বেল্ট ব্যবহার করা যাবে না।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment