মাথাব্যথা কমাতে গোলাপ ফুলের ব্যবহার

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • জুন ৭, ২০২১

মাথাব্যথা দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিবছর শতকরা প্রায় ২০ জন শিশু ও কিশোর মাথাব্যথায় আক্রান্ত হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস্ এন্ড হসপিটালের সহকারী অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী বলেন, সব মাথাব্যথায় মাইগ্রেন' নয়। দৃষ্টিস্বল্পতা, মস্তিষ্কের টিউমার প্রভৃতি কারণে মাথাব্যথা হতে পারে। সাধারন মাথা ব্যথা দূর করার জন্য ব্যবহার করতে পারেন গোলাপ ফুল। আসুন জেনে নেই...

আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে ত্বকে নিয়ে আসুন এক্সট্রা গ্লো

তাজা গোলাপের প্রচুর ব্যবহার। কিন্তু গোলাপ যখন শুকিয়ে যায় তখন কিন্তু তা আপনার শারীরিক উপকারে কাজে লাগে। কয়েকটি গোলাপ ফুলকে কিছুদিন উল্টা করে ঝুলিয়ে রাখুন। ফুল গুলো শুকিয়ে গেলেও খেয়াল করবেন এর সুবাস আর চেহারা তেমন বদলাইনি। বক্সের সাজিয়ে রাখুন এই শুকনা ফুলগুলোই।

যখন দেখবেন মাথা ব্যাথা, মাথা ঘোরার সমস্যা, সর্দি হয়েছে তখন এই শুকনা গোলাপের ঘ্রাণ নিন। দেখবেন ঘরোয়া এই সমাধানে ছেড়ে যাবে আপনার সমস্যাগুলো।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment