পাঁচ ছয় বছর বাচ্চা নিতে চাচ্ছিনা!

  • রেজবুল ইসলাম 
  • জানুয়ারি ২৯, ২০১৮

প্রশ্ন : আপু আমাদের বাচ্চাটা অনেক ছোট। আমরা আগামী পাঁচ ছয় বছর বাচ্চা নিতে চাচ্ছিনা। ট্যাবলেট আর কনডম ছাড়া আর কোন পদ্ধতি কি আছে ? 

উত্তর : আপনি এই জন্য দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্রণ পদ্ধতি গ্রহণ করতে পারেন। দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সন্তান জন্মদান থেকে বিরত থাকা। এই বিরতির পরিমান তিন বা পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত হতে পারে। দুই ধরনের দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি আছে যেমন: আই ইউ ডি  এবং ইমপ্ল্যান্ট। আইইউডি'র ক্ষেত্রে দশ বছর আর ইমপ্লান্টের ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত জন্মদানে বিরত থাকা যায়। যদি কোন দম্পতি মনে করেন যে তারা তিন বা পাঁচ থেকে দশ বছর পর সন্তান নেবেন, তাহলে তারা এই পদ্ধতি গ্রহন করতে পারেন। এ্ পদ্ধতির সুবিধা হলো প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নেয়ার ঝামেলা নেই। যে কোন সময় চাইলেই এই পদ্ধতি বাতিল করা যায়। আর নির্দিষ্ট সময় পর্যন্ত নিশ্চিন্তে থাকা যায়। 

Leave a Comment