গর্ভাবস্থায় মূত্রনালীর সংক্রমণ (UTI)

  • তাসফিয়া আমীন
  • আগস্ট ৪, ২০২১

গর্ভাবস্থায় যত রকমের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন(UTI) বা মূত্রনালীর সংক্রমণ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রেগন্যান্সি ছাড়াও যে কোনো বয়সী মহিলার এই সমস্যা হয় বা হতে পারে। তবে গর্ভাবস্থায় এই সংক্রমণ হলে বেশি ক্ষতি হয়।

তাই ঠিক সময় চিকিৎসা শুরু না হলে গর্ভবতী মা ও সন্তান দুজনের জন্য এটি জটিলতা সৃষ্টি করতে পারে।

আরো পড়ুনঃ আপনার বাসার দেয়ালের সাজ কেমন হবে ?

কারণ কি?

নানা কারণে UTI হতে পারে। যেমনঃ গর্ভাবস্থায় শরীরে কিছু হরমোনের পরিবর্তন হয়। প্রোজেস্টেরন নামক হরমোনের পরিমাণ শরীরে বেড়ে যায় বলে ব্লাডার রিল্যাক্সড হয়ে যায়। ফলে প্রস্রাব বেশি জমে থাকে।

দ্বিতীয়ত, জরায়ুর নিচে ব্লাডার থাকে। গর্ভাবস্থায় জরায়ু বড় হতে থাকে বলে ব্লাডারের ওপরে চাপ পড়ে। এতে প্রস্রাব বেরনোর রাস্তা সরু হয়ে যায়। সেজন্য ইনফেকশন হয়।

এছাড়া এ সময়ে প্রস্রাব চেপে রাখার ক্ষমতা কমে যাওয়ায় নোংরা ও অপরিষ্কার জায়গায় প্রস্রাব করার জন্যও ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

উপসর্গঃ

- বারবার প্রস্রাব হওয়া,

- প্রস্রাবে জ্বালাভাব,

- প্রস্রাব করার পর মনে হয় প্রস্রাব সম্পূর্ণ হয়নি,

- তলপেটে ব্যথা,

আরো পড়ুনঃ গ্যাসের চুলায় কেক বানানো

- প্রস্রাবের পরিমাণ কম বা বেশি হওয়া,

- প্রস্রাবের রঙ ঘোলাটে হওয়া আবার কখনো কখনো প্রস্রাবের সঙ্গে রক্তও বেরোতে পারে।

- মারাত্মক ইনফেকশনের ক্ষেত্রে জ্বর, কোমর ব্যথা ও বমি হতে পারে।

চিকিৎসাঃ অনেকেই ইনফেকশনের লক্ষণ বুঝে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরা দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খান। এতে কিন্তু হিতে বিপরীত হবে।

আরো পড়ুনঃ রোদচশমা ব্যবহারে কিছু সতর্কতা !

কারণ, প্রস্রাব টেস্ট না করে কোনো ঔষধই খাওয়া যাবে না। এজন্য আগে একজন গাইনী ডাক্তারের শরনাপন্ন হতে হবে।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment