গর্ভাবস্থায় শারীরিক মিলনের ক্ষেত্রে যা জানা জরুরি

  • তাসফিয়া আমীন
  • সেপ্টেম্বর ৪, ২০২১

প্রত্যেক গর্ভবতীর মনেই প্রশ্ন জাগে গর্ভাবস্থায় সহবাস বা সেক্স করলে অনাগত সন্তানের কোনো ক্ষতি হবে কি না। এসময় শারীরিক মিলন নিরাপদ কিনা? জেনে নিন এ সম্পর্কিত বিস্তারিত...

- সাধারণত গর্ভাবস্থার প্রথম তিন মাস একটু ঝুঁকিপূর্ণ ধরা হয়। কারণ, এসময় গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সহবাসের সময় অসাবধানতার কারণে জীবাণু ইনফেকশন হয়ে গর্ভপাত হতে পারে। তাই এই তিন মাস সহবাস করলে অবশ্যই কনডম ব্যবহার করতে হবে।

আরো পড়ুনঃ আপনি কি নীরব ঘাতক ডিপ্রেশনে ভুগছেন ?

- যদি আপনার গর্ভকালীন সময় শারীরিক অবস্থা স্বাভাবিক থাকে অর্থাৎ কোনো জটিল অসুস্থতা না থাকে তাহলে আপনি সন্তান গর্ভে থাকা অবস্থায়, প্রসব বেদনা শুরু হওয়ার আগে পর্যন্ত সহবাস করতে পারবেন। এক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করলে কোনো প্রকার বিপত্তির সম্ভাবনা থাকে না।

- সহবাসের সময় পেটে যেনো চাপ না লাগে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে।

- শারীরিক মিলনের সময় স্বাভাবিক নড়াচড়া গর্ভের শিশুর কোনো ক্ষতি করে না। কারণ, গর্ভের শিশু তলপেট এবং জরায়ুর শক্ত পেশী দিয়ে সুরক্ষিত থাকে। তাই চিন্তার কিছু নেই।

- সহবাসের সময় পুরুষেরে গোপনাঙ্গ নারীর গোপনাঙ্গ পর্যন্তই প্রবেশ করে। তা গর্ভের শিশু পর্যন্ত পৌঁছাতে পারেনা। গর্ভের শিশুর ক্ষতির আশঙ্কা থাকেনা। তাই গর্ভাবস্থায় সহবাস নিরাপদ।

গর্ভাবস্থায় কখন সহবাস থেকে বিরত থাকবেন?

১. কোন কারনে যোনীপথ থেকে রক্তক্ষরন হলে।

আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে ত্বকে নিয়ে আসুন এক্সট্রা গ্লো

২. জরায়ু বা যোনীপথে ইনফেকশন থাকলে।

৩. যদি গর্ভফুল নিচে নেমে জরায়ুমুখ ঢেকে রাখে তাহলে সহবাস করলে রক্তপাতের সম্ভাবনা থাকে।

আপনার শারীরিক অবস্থা যেমনই হোক না কেনো, গর্ভাবস্থায় সহবাস আপনার জন্য নিরাপদ কিনা সেটা অবশ্যই আপনার ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন।

আরো পড়ুনঃ কেমন হবে আপনার খাবার টেবিলের সাজসজ্জা ?

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment