গরমে ঘর ঠান্ডা রাখার সহজ উপায়

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • মে ২৬, ২০২২

গরমে ঘর ঠান্ডা রাখতে বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। তাহলে এসি ছাড়াই গরমে ঘর রাখতে পারবেন ঠান্ডা। চলুন তবে জেনে নেওয়া যাক এ ক্ষেত্রে করণীয়..

- ঘরে দুই লেয়ারের পর্দা ব্যবহার করুন। এতে ঘরে সূর্যের তাপ ঢুকবে না। দুপুরে যখন রোদের তীব্রতা বাড়তে শুরু করবে তখন দুটো পর্দায় টেনে দিন। দেখবেন ঘর থাকবে ঠান্ডা।

- ড্রইং রুমে বড় কার্পেট থাকলে তুলে রাখুন। তার বদলে মেঝেতে জুটের বাহাদুরের লম্বা চাটাই পেতে দিন।

আরো পড়ুনঃ কলার পচন রোধ করার কৌশল

- ছাদের নিচের ফ্লাট সবচেয়ে বেশি গরম থাকে। এক্ষেত্রে ছাদে শেড লাগাতে পারলে খুব ভালো হয়। শেড না থাকলে দুপুরের দিকে সিলিং ফ্যানের বদলে টেবিল ফ্যান ব্যাবহার করুন।

- ঘর ঠান্ডা রাখার পাশাপাশি শরীর ঠান্ডা রাখতে আইস কিউব ট্রেতে পুদিনা পাতা, আদা কুচি বা লেবুর ছোট ছোট স্লাইস পানিতে মিশিয়ে খান।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment