ঘরবাড়ি গুছিয়ে রাখতে সহজ করবে যেসব উপায়

  • ওমেন্স কর্নার ডেস্ক
  • আগস্ট ২০, ২০২২

ঘরবাড়ি গুছিয়ে রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেক সময়ের কাজ। নিজেকেই খুঁটিয়ে খুটিয়ে দেখে এসব করতে হয়। এজন্য কীভাবে কাজ দ্রুত করা যায় এবং সহজে পরিচ্ছন্ন করা যায় সেটা জেনে নিন।

১. বাথরুমের আয়নায় সামান্য সেভিং ফোম ঘসে পরিষ্কার করে নিন। বাষ্প জমে ঝাপসা হবে না।

২. চা বা কফির দাগ উঠছে না মগ থেকে? বেকিং সোডার সাহায্যে পরিষ্কার করুন। দূর হবে দাগ।

৩. ল্যাপটপ পরিষ্কার করার জন্য মাইক্রো ফাইবার টিস্যু অল্প ভিনেগারে ভিজিয়ে।

আরো পড়ুনঃ বাচ্চা নিতে কি অযথাই দেরি করছেন?

৪. কাঠের আসবাবে কফির মগ রাখার কারণে সাদাটে দাগ পড়ে যায়। এ ধরনের দাগ দূর করতে প্রথমে দাগের উপরে হেয়ার ড্রায়ার ধরে রাখুন কিছুক্ষণ।‌ তারপর নারকেল তেল দিয়ে ঘষে পরিষ্কার করুন।

৫. চায়ের ছাঁকনি পরিষ্কার করতে পানির মধ্যে সামান্য সাইট্রিক এসিড দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।

৬. কয়েকটি কমলার খোসা ছাড়িয়ে নিন। একটি বয়ামে সাদা ভিনেগার নিয়ে কমলার খোসা ভিজিয়ে রাখুন দুই সপ্তাহ। গৃহস্থালির পরিচ্ছন্নতায় ব্যবহার করুন এই প্রাকৃতিক পরিষ্কারক।

৭. স্মার্টফোনের স্ক্রিনে তৈলাক্ত ধরনের ছাপ পরেছে? ইরেজারের সাহায্যে আঙ্গুলের এ ধরনের ছাপ দূর করতে পারেন।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment