দেবীর আগমন ও গমনের ফলাফল কী জানেন?

  • সঙ্গীতা চৌধুরী 
  • সেপ্টেম্বর ২১, ২০২১

আশ্বিন মাস পরে গেলো। দুর্গা পুজোর আর বেশি দেরি নেই। হাতে গোনা কয়েক দিন মাত্র দুর্গাপুজো। পুজো মানেই কত আনন্দ, উচ্ছ্বাস, কত রকমের পরিকল্পনা। দুর্গাপুজোর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, লাইন দিয়ে ঠাকুর দেখা আর দশমীতে ঢাকের আওয়াজের সাথে সাথে মায়ের বিদায়ের দুঃখ, বুক ভর্তি দুঃখ আর চোখভর্তি জল নিয়ে আবার এক বছরের অপেক্ষা, আসছে বছর আবার আসবেন। 

২০২১ সালে  অর্থাৎ ১৪২৮ এ দুর্গা পুজা কবে পরছে, কোন দিন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী  কোন দিনই বা মায়ের বিদায়? সন্ধিপুজো কখন থেকে শুরু আর কখনই বা নবমীর পুজো শুরু হবে সব জানেন তো? চলুন এক নজরে দেখে নিই ১৪২৮ এর দুর্গাপুজার নির্ঘণ্ট।

১৪২৮ এর ২৪ শে আশ্বিন অর্থাৎ ১১ ই অক্টোবর, সোমবার মহাষষ্ঠী। 

ষষ্ঠী রাত্রি ০৪/০৪ মিনিট অবধি। সকাল ০৯/৩০ গতে ষষ্ঠী পুজোর আরম্ভ। ২৫ শে আশ্বিন অর্থাৎ ১২ ই অক্টোবর, মঙ্গলবার মহাসপ্তমী। সপ্তমী রাত্রি ০১/৪৮ মিনিট অবধি থাকছে। সকাল ০৯/৩০ গতে সপ্তমী বিহিত পুজোর আরম্ভ।

আরো পড়ুন : গর্ভকালীন স্ট্রেচ মার্ক, কারণ ও প্রতিকার

২৬ শে আশ্বিন অর্থাৎ ১৩ ই অক্টোবর, বুধবার, মহা অষ্টমী। অষ্টমী রাত্রি ১১/৪৯ মিনিট অবধি, বেলা ১০/০০ গতে অষ্টমী বিহিত পুজোর আরম্ভ। বেলা ১২/৩০ গতে পুষ্পাঞ্জলি।  এইদিন রাত্রি ১১/২৫ গতে সন্ধিপুজোর আরম্ভ। এইদিন রাত্রি ১২/১৩ মিনিটের মধ্যে সন্ধিপুজোর সমাপন।

২৭ শে আশ্বিন অর্থাৎ ১৪ ই অক্টোবর, বৃহস্পতিবার মহানবমী।‌ নবমী রাত্রি ০৯/৫২ মিনিট অবধি, সকাল ১০/৩০ গতে নবমী বিহিত পুজো আরম্ভ। ২৮ শে আশ্বিন অর্থাৎ ১৫ ই অক্টোবর, শুক্রবার, বিজয়া দশমী। দশমী রাত্রি ০৮/২১ মিনিট অবধি, বেলা ১১/৩০ গতে দশমী বিহীত পুজোর আরম্ভ।

দেবী প্রতিবার এক এক রকম যানে আগমন ও গমন হয়। এইবছর দেবীর আগমন ও গমন:-এই বছর দেবীর ঘোটকে (ঘোড়া) আগমন, ও দোলায় (পালকি) গমন। আগমন ও গমনের ফলাফল:- দেবীর ঘোটকে আগমনের ফলাফল হল ছত্রভঙ্গ আর দেবীর দোলায় গমনের ফলাফল হলো মড়ক অর্থাৎ মহামারী।

আরো পড়ুন : প্রেগনেন্সির পর ঝুলে যাওয়া ত্বক টানটান করতে যা করবেন

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment