একদল স্বপ্নচারীর আত্মত্যাগের কথা

  • রীপা চক্রবর্তী
  • মার্চ ১৪, ২০১৮

সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক প্লেন দুর্ঘটনা যেন নতুন করে আমাদের ভিত নাড়িয়ে দিলো। বুঝিয়ে দিয়ে গেলো আমাদের উন্নতি নিতান্তই ফাঁপা বুলি। সভ্যতার উৎকর্ষ কেন বাড়িয়ে দিলো এভাবে আকষ্মিক এই মৃত্যুর মিছিল? কত স্বপ্ন নিয়ে,কত আশা নিয়ে ছুটে চলা নিরীহ, প্রাকৃতিক সৌন্দর্য্যপিয়াসী,ভ্রমণ আনন্দহারা একদল স্বপ্নচারীকে এভাবে আমরা হারিয়ে ফেলব জানতাম কি কেউ?আর কি ফিরে পাবো তাদের?একটি দেশের উজ্জ্বল ভবিষ্যত যাদের মাঝে নিহিত ছিল,সেই নব্য বহু সাধনার ধন ডাক্তারদের আমরা হারালাম। হারালাম পিতা-মাতা হয়ে নিজে হাতে গড়া বহু আরাধনার সন্তানকে। হারালাম হতভাগী স্ত্রী হয়ে জীবনসঙ্গী মহামূল্যবান স্বামীকে। হারালাম আত্মার আত্মীয়দের,হারালাম অতিথীদের। 

হারালাম একজন দক্ষ আকাশচারীকে যে নিজ প্রাণের বিনিময়ে বাঁচিয়ে দিলো আরো একটি যাত্রীবাহী বিমান কে দূর্ঘটনার অগ্নিমুখ থেকে। হারালাম একটি কন্যারত্নকে,যে মরেও অন্যদের বাঁচিয়ে তাদের মাঝেই বেঁচে রইল আমাদের হয়ে। কিন্তু এমন তো হওয়ার কথা ছিলনা.কথা ছিল সবার সব স্বপ্ন পূরণের,বেঁচে থাকার কথা ছিল,ফিরে আসার কথা ছিল এই হাসিমুখগুলোর। কবে শেষ  হবে এই মৃত্যুর মিছিল?কবে এই স্বপ্নভঙ্গকারী দোষীরা শাস্তি পাবে?স্বাধীনতার মাসে কেন আবার এই শোক,এই মর্মান্তিক বেদনা?তবে কি প্রয়োজন আরেকটি জাগরণের?আরেকবার স্বাধীনতার?শোককে শক্তিতে রূপান্তরের বদলে,সর্বহারাদের সান্তনা দেয়ার বদলে নোংরা কাঁদা ছোঁড়াছোঁড়িতে ব্যস্ত আমরা দেখতে পাচ্ছিনা এতগুলি মানুষের আত্মত্যাগ!নিয়ত করছি কন্যারত্নের অপমান,মৃত্যুর পরেও দিচ্ছিনা আকাশচারী দূর্ভাগা পাইলটকে দুদন্ড শান্তি!হয়ত তদন্তে প্রমাণিত হবে প্লেনে যান্ত্রিক ত্রুটি ছিল,কিংবা ভূল বার্তা দিয়েছিল নেপালি এটিসি,কিংবা আর অন্য অনেক কিছু। এই নিয়ে গরম থাকবে কিছুদিন হাট-বাজার,চায়ের দোকান আর মিডিয়া। কিন্তু তারপর?

তারপর আবার যা তাই চলবে। দৈনন্দিন জীবনযাপনের অভ্যাসে সব অতীত হয়ে যাবে। এমনকি শুকিয়ে যাবে শোকার্তের চোখের জল। আর এভাবেই হারিয়ে যাবে সব কালের অন্তরালে। হবেনা কি কোন পরিবর্তন আর?  বন্ধ হবে কি এই বিভীষিকা?আবারও কি শুনবো মৃত্যুমুখে পতিত স্বপ্নচারীদের স্বপ্নভঙ্গের কথা? দূর্নীতি করে বূড়ো আঙ্গুল দেখিয়ে বেড়ানো কর্তৃপক্ষের অবহেলার কথা?যান্ত্রিক ত্রুটির দায়ভারে জর্জরিত তদন্তের কথা? এতকিছুর পরও কিন্তু প্রিথুলারা বেঁচে থাকে,বেঁচে থাকে আবিদেরা,বেঁচে থাকে স্বপ্নচারীরা আর নিরন্তর স্বপ্ন দেখিয়েই যেতে থাকে। এই দূর্ঘটনা বাংলাদেশ আর নেপালের যে অপূরণীয় ক্ষতি করে দিলো,এর পূনরাবৃত্তি যেন না হয় এটাই প্রার্থনা।
 

Leave a Comment