সম্পর্ক ভাঙার কারণ মোবাইল ফোন!

  • ওমেন্সকর্নার ডেস্ক:
  • এপ্রিল ২৫, ২০১৯

দাম্পত্য কলহের কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে এক তৃতীয়াংশই সঙ্গীর অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে নিজেকে অবহেলিত ভাবছে কিংবা সন্দেহবাতিকগ্রস্ত হয়ে পড়ছে। সুস্থ সম্পর্কের জন্য পরস্পরের সঙ্গে সুন্দর সময় কাটানোর বিকল্প নেই, বর্তমানে মুঠোফোনের অতিরিক্ত ব্যবহারে যা হুমকির মুখে পড়েছে। ইউগভ এর গবেষণা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পাশাপাশি ওয়েবসিরিজের প্রতি আসক্তি কিংবা গেম খেলার দিকেই বেশি মনোযোগ দেওয়াই কাল হচ্ছে সম্পর্কের জন্য। দিনশেষে বাড়ি ফিরে আপনিও এমন কিছু করছেন না তো?

১. অফিসের কাজ অফিসেই শেষ করুন। নিতান্ত বাধ্য না হলে বাসায় ফিরে অফিশিয়াল কাজ বা মেইল চেক থেকে বিরত থাকুন।

২. বাড়ি ফিরে সঙ্গীকে নিয়ে সিনেমা দেখুন। একসঙ্গে ঘরের কাজ করুন।

৩. বন্ধুদের আড্ডায় কিংবা ডেটে গিয়ে মোবাইল ফোন থেকে দূরে থাকার চেষ্টা করুন।

৪. গেমের প্রতি আসক্তি থাকলে সেটি দূর করুন।

৫. ঘুমানোর সময় বিছানায় মোবাইল ফোন নিয়ে যাবেন না।    

টি/আ

 

Leave a Comment