মেয়েরা প্রতিদিনের স্বভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে নিজেরাই

  • কামরুন নাহার স্মৃতি
  • জুলাই ৫, ২০১৯

প্রতিদিন এমন কিছু ঘটনা থাকে যা নিয়ে আলাদা করে ভাবা হয়না বা ভাবনাটাই আসে না। কিন্তু এই স্বভাবগুলোই পরে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আসুন জেনে নেই, মেয়েরা প্রতিদিনের কোন স্বভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে

- ছেলেদের ত্বকের চেয়ে মেয়েদের ত্বক বেশি নরম ও স্পর্শকাতর। এইজন্য মেয়েদের ত্বকের যত্নও নিতে হয় বেশি। সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে, ত্বককে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে মুখে সানস্ক্রিন লাগানো যেতে পারে৷ বাহিরে বেরুনোর সময় তাড়াহুড়ায় সানস্ক্রিন লাগানো হয়ে ওঠে না কিংবা লাগালেও মুখে লাগিয়েই শেষ। এতে করে ত্বক পুড়ছে সহজেই৷

- মেকআপ করা হয়ে গেলেই মেয়েরা ভাবে কাজ শেষ কিন্তু মেকআপের পর ব্লটিং পেপারের ব্যবহার প্রায় সবাই ভুলেই যায়। ত্বকের অতিরিক্ত মেকআপ ব্লটিং পেপার শুষে নেয়, ফলে মেকআপ ভালো করে বসে। অতিরিক্ত মেকআপ লেগে থাকলে মুখে ঘাম হয়, দেখতে বিশ্রী লাগে আর এতে করে খুব সহজেই মুখ ফ্যাকাশে হয়ে যায়৷

- মেয়েরা অপ্রয়োজনীয়, ছোটখাটো জিনিসও ব্যাগ থেকে বের করে না। এতে করে ব্যাগে অপ্রয়োজনীয় জিনিসপত্রও থেকে যায়, ফলে ব্যাগ ভারি হয়। তাছাড়া বেশিরভাগ মেয়ে সাজগোজের সরঞ্জাম কিংবা কাগজপত্র যদি লাগে ভেবে ব্যাগে ভরতেই থাকে৷ এতে ব্যাগ সবসময় ভারি থাকে।

- বেশিরভাগ মেয়েই একটুপর পর মুখে হাত বোলায়৷ মেয়েদের ত্বক স্পর্শকাতর হয়। হাত না ধুয়ে বারবার মুখে হাত দিলে তা মুখের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, মেয়েদের ত্বকে ব্রণ হওয়ার পিছনে অপরিষ্কার হাত বারবার মুখে দেওয়া প্রধান কারণ।

- অকারণ চোখ কচলানো, চোখ চুলকানো বেশিরভাগ মেয়েরই একটা বাজে স্বভাব। চোখে অতিরিক্ত চুলকানো বা কচলানোর ফলে চোখের কাজল নষ্ট হয়ে যেমন সৌন্দর্য নষ্ট হয়, তেমনি হতে পারে বিভিন্ন চোখের রোগ। চশমা ব্যবহারের ক্ষেত্রেও পরিষ্কার করে নেওয়া উচিত। অপরিষ্কার হাত বারবার চোখে দিলে ইনফেকশনের সম্ভাবনা থেকে যায়।

- কাজের তাড়া, বাহিরে বেরুতে হবে তাড়াতাড়ি, হাতে সময় নেই কিন্তু শ্যাম্পু করতেই হবে। এমন সময় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকায় বেশিরভাগ মেয়েই। কিন্তু আপনি জানেন কি, হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানোর ফলে খুব সহজেই চুল ফেটে যায়, চুলের গোড়া আলগা হয়। যা চুলের জন্য খুব ক্ষতিকর।

কেএস/

Leave a Comment