প্রিয়জনের কাছ থেকে আপনি কিছু প্রত্যাশা করছেন ? 

  • ফারজানা আক্তার 
  • ফেব্রুয়ারি ১৮, ২০২০

সকালে ঘুম থেকে উঠে কারো কাছ থেকে শুভ সকাল মেসেজ পেতে ইচ্ছে করছে বা কাউকে শুভ সকাল বলতে ইচ্ছে করছে! তাহলে হয় আপনি নিজে তাকে শুভ সকাল বলা শুরু করেন অথবা তাকে আপনার চাওয়াটা খুলে বলেন। খুব বেশি ডিপ্রেশনে আছেন? কারো সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করছে? কারো সাথে আপনার জীবনে ঘটে যাওয়া কোন ঘটনা শেয়ার করতে ইচ্ছে করছে তাহলে সে কাজটা করেন।

আমরা বসে থাকি অন্যরা কখন এসে আমাদের জিজ্ঞেস করবে, তারপর আমরা আমাদের চাওয়া পাওয়া, সুখ দুঃখ শেয়ার করবো। এভাবে হয় না। এই দুনিয়ার কেউ মাইন্ড রিডার না। আপনার মনে কি ঘটছে সেটা আপনি ভালো জানো, অন্য কেউ না। আপনার চাওয়া পাওয়া সকল কিছু আপনাকে চেয়ে নিতে হবে। আপনার চাওয়ার আগে আপনি যদি কিছু পেয়ে যান তাহলে সেটা বোনাস আপনার জন্য।

তবে মনে রাখবেন জীবনের প্রতি ক্ষেত্রে কিন্তু আপনি বোনাস পাবে না। প্রাপ্তটা আপনাকেই বুঝে নিতে হবে। আমরা নিজের কথাগুলো আগ বাড়িয়ে বলতে কেন জানি লজ্জা পাই! নিজেদের সস্তা মনে করি! কেন এমনটা ভাবি বা মনে করি সেটা আমরা জানি না কিন্তু করি। কাউকে আপনি মিস করছেন, কারো পাশে বসে থাকতে চান এইকথাটা তাকে বলার সাথে নিজেকে সস্তা প্রমান করার কোন সম্পর্ক নেই।

জীবন আপনার , চাওয়া পাওয়াও আপনার। আপনার চাওয়া পাওয়া আপনি মনে গোপনে রেখে দিবেন, অন্য কেউ আপনার মন পড়ে আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবে সেটা ভাবা বোকামি।

Leave a Comment