প্রতিটি মানুষের দুইটি সাইড থাকে। পড়ুন বিস্তারিত 

  • ফারজানা আক্তার 
  • ফেব্রুয়ারি ১৮, ২০২০

আমাদের সব মানুষের দুইটি সাইড রয়েছে। একটি লাইট সাইড ( Light side) , অন্যটি ডার্ক সাইড ( Dark side) । প্রতিটি মানুষের কিছু না কিছু ভালো দিক থাকে। একজন মানুষ যত খারাপই হোক না কেন খুব ক্ষুদ্র করে হলেও তার দুই একটা ভালো দিক পাওয়া যাবে। খারাপ এই মানুষটির ক্ষুদ্র ভালো দিকটাই লাইট সাইড।

অন্যদিকে একজন ভালো মানুষ যার সবকিছুই ভালো। তবুও খুব করে খুঁজলে তারও কিছু না কিছু খারাপ দিক পাওয়া যাবে। খারাপ দিকটা এই মানুষটির ডার্ক সাইড। আমরা কেউ আমাদের ডার্ক সাইড প্রকাশ্যে নিয়ে আসতে চাই না এবং উচিতও না। যতটা সম্ভব ডার্ক সাইড এড়িয়ে চলা উচিত সকলের।

ইচ্ছেকৃত বা অনিচ্ছেকৃতভাবে মাঝে মাঝে আমাদের ডার্ক সাইড প্রকাশ্যে বের হয়ে আসে। তখন আমাদের দায়িত্ব সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে মানুষটিকে শুধরানোর সুযোগ দেওয়া। কিন্তু আমরা কি করি! উসকে দেই। এই দোষগুলো আরো কতজনকে কতভাবে কতরকমে জানানো যায় সেই চেষ্টা করি। আমরা হয়তো ভুলে যাই অন্যের জন্য গর্ত খুড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক।

Leave a Comment