কেউ অবহেলা করছে? কি করবেন জানুন!

  • কামরুন নাহার স্মৃতি
  • জুলাই ১, ২০২০

কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রথমেই আপনাকে নিশ্চিত হতে হবে অবহেলা করার কারণ কী! আসুন জেনে নিই-

১. কেউ যখন আপনাকে অবহেলা করবে, তখন আপনি চিন্তা করুন এতে আপনার কোন দোষ আছে কি না। সবসময় নিজের দোষ আগে খুঁজবেন, আপনি হয়তো আপনি কোন ভুল করেছেন তাই তিনি আপনাকে অবহেলা করছে। বের করুন এবং সংশোধন করুন।

২. কোন রকম ভুল বা দোষ ছাড়া যদি কেউ আপনাকে অবহেলা করে তাহলে কারণটি খুঁজে বের করুন এবং সমাধান করুন। নিজে বুঝুন এবং তাকেও বোঝান।

৩. আপনি নিজেই চুপ থাকুন। চিৎকার কোন সমাধান না। কোন কাজের জন্য অবহেলা করলে আপনি তা সংশোধন করার চেষ্টা করুন। অবহেলা কোন কারণ ছাড়া হলে আপনি চুপ থাকুন। জ্ঞানী লোকেরা বেশি কথা বলেনা, চুপ থাকা অনেক সমস্যার সমাধান।

৪. কাজ দিয়ে প্রমাণ করুন। কেউ আপনাকে অবহেলা করলে চুপ করে কাজে লেগে পড়ুন। বিখ্যাত মানুষেরা তর্কে জড়ায় না বরং কাজ দিয়ে হাজারো তর্কেএ উত্তর দেয়।

৫. নিজের মন শক্ত রাখার চেষ্টা করুন। কাছের মানুষ, প্রিয় মানুষ যদি অবহেলা, অবজ্ঞা, অপমান করে তাহলে মানসিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করুন। দেখবেন একদিন আপনি নিজের পারবেন সঠিকটা সামনে আনতে।

Leave a Comment