কিভাবে আপনি একজন ভালো মা এবং বাবা হয়ে উঠবেন ?

  • ফারজানা আক্তার
  • জানুয়ারি ১, ২০২২

পজিটিভ প্যারেন্টিংয়ের অনেকগুলো টিপস রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু টিপস আজকে শেয়ার করা হলো। 

- আপনি সন্তানকে ভালোবাসেন তা প্রকাশ করুন। সন্তানকে বুঝান আপনি তাকে কতটা ভালোবাসেন। 

- সন্তান কিছু বলতে চাইলে তা মনোযোগ সহকারে শুনুন। তাকে কথা বলার মাঝে আটকিয়ে দিবেন না। 

- সন্তানের সাথে কোয়ালিটি সময় কাটান। 

- সফলতার সাথে ব্যর্থতাকেও মেনে নেওয়া শেখান। তার ছোটোখাটো সফলতা উদযাপন করুন। তবে ব্যর্থতা যতই বড় হোক সেটা নিয়ে সমালোচনা করবেন না। 

-  সন্তানকে নৈতিকতার শিক্ষা দিন। তার সামনে জেনেবুঝে মিথ্যা বলবেন না এবং কোন অন্যায় করবেন না। 

আরো পড়ুন : মৌমাছিদের জীবনধারণ সম্পর্কে জানলে অবাক হবেন। 

- সন্তানের উপরে অযথা পড়াশোনা বা অন্য কোন কিছুর চাপ তৈরী করে দিবেন না। 

- সন্তান কোন ভুল করলে অযথা চিৎকার - চেচাঁমেচি বা তাকে প্রহার না করে বুঝিয়ে বলুন। 

- নিজের সন্তানকে অন্য কারো সাথে তুলনা করবেন না। 

- সন্তানের উপর নজরদারি না করে তার সঙ্গে সরাসরি কথা বলুন। 

- তার ভালো কাজের জন্য প্রশংসা করুন। ভুল করলে ধরিয়ে দিন। 

- সন্তানকে নিয়ে বেড়াতে যান। তাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 

- হাতে মোবাইল বা ট্যাব না দিয়ে বই দেওয়ার চেষ্টা করুন। তার সামনে নিজেও বই পড়ার চেষ্টা করবেন। 

আরো পড়ুন : পরাজয় যখন নিশ্চিত তখন কিভাবে লড়াই করবো ?

- সন্তানকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করুন। 

- তার পছন্দের ব্যাপারগুলোকে গুরুত্ব দিবেন। 

- বয়স অনুযায়ী তার সাথে শারীরিক এবং মানসিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করুন। 
 

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment