বনফুলেদের আড্ডায় একদিন!

  • আল আমীন
  • এপ্রিল ২৮, ২০১৮

ফুল – সৃষ্টি জগতের এমন এক আবেদনময়ী জিনিস, যা একই সাথে ঘ্রাণ এবং সৌন্দর্যে মুগ্ধ করে মানুষকে। পৃথিবীর হাজারো রকমের ফুলের মধ্যে কয়টি ফুলই বা আমরা সচরাচর চিনি? ফুল না চিনলেও, নাম না জানলেও কোনো ফুলই কিন্তু অসুন্দর নয়। শখের পৃথিবীতে আপনাদের জন্য আমার আজকের আয়োজন চেনা অচেনা এমনই কিছু বনফুলেদের নিয়ে!

আসুন, তাহলে দেখে নেয়া যাক।

কলমি ফুল – প্রকৃতির গয়না!
এটাও একরকম বনফুল। আদৌ কোনো নাম আছে কিনা জানি না। তবে আঞ্চলিক ভাষায় এটাকে হরগোজা ফুল বলে।
সূর্যমূখী? না, না! এটা সূর্যমূখী নয়, তবে তেমনই দেখতে ক্ষুদ্রাকারের এক জঙলী ফুল।
সখীর সনে পুকুর ঘাটে, গল্পে নিরালায়! ফুলযুগল দারুণ না দেখতে? এটাএ নাম না জানা এক ফুল!
জঙলার রাণী; নাম নাহি জানি!
সরিষা ফুল নয়! কিন্তু দেখতেও অসুন্দর নয় কোনো অংশে! যেন স্বর্ণে মোড়ানো ভোরের কিষাণী মেয়ের নাকের ঘাম!
অচেনা কন্যার হলুদ ডলা গাল!
ফুলসমেত কচি কলা, কিংবা কলার ফুল।

 

ছবি : আল আমীন

Leave a Comment