তবু আমরা বেঁচে থাকি!

  • মোঃ তুহিন 
  • মার্চ ৬, ২০১৯

এই অপরিচিত লাল ধূলো মাখা পৃথিবীর দুঃখহীন খুশিতে একদিন অসমাপ্ত পাহাড়ের ঢালে শুকনো নদীর তীরে ঝিঁঝিঁপোকার শব্দের বিচ্ছুরণ হৃদয়ে নিয়ে বলব "আমরা বেঁচে আছি"। প্রতিটি পাথুরে রাস্তার বন্ধুরতা শোকে মূহ্যমান হয়ে ছুটলে ম্রিয়মান মুখশ্রী থেকে লাবণ্য নিয়ে দূরে মিশে যাওয়া বিকেলের পাশে সমস্ত দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে হাত ধরাধরি করে বলব "আমরা বেঁচে আছি"।

শব্দভাঙ্গা হাওয়ার তোড়ে মেঘগুলো নতুন ছাঁচে গড়ে ওঠে নারীর মুখের আদলে,চোখ আঁকতে সবচেয়ে বেশি সময় লাগে তবু প্রবল বৃষ্টির আগে কেউ জিজ্ঞেস করেনা, "আমাদের মনে আছে?" তরতাজা ফুলের রেণু সূর্যালোকে উজ্জ্বল হয়ে ধন্যবাদ দেয় বৃষ্টিকে মেঘেরা থমকে দাঁড়ায় তখন, শরীরে অসংখ্য দুঃখ নিয়ে বলে ওঠে ময়ূরের বর্ণপ্রভা সাক্ষ্মী রেখে "এতদিনে সত্যিটা জানলে?"

জলের পাশে দাঁড়ানো দ্বিধাহীন নির্জন পরিবেশে দেখি নারীর মুখের আদল,যার চোখে কোনো কৃতজ্ঞতা আঁকা নেই ঝর্নার ভারী নিঃশ্বাসের থেকে আমি শুনতে পাই "জানতাম"।তবু আমরা বেঁচে থাকি, পৌরাণিক নক্ষত্র কাহিনীর মত।

Leave a Comment