বাসে চলাফেরা করার সময় সাবধান থাকুন

  • ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল
  • জুন ২৬, ২০১৯

বাস একটি গুরুত্বপূর্ণ গণ পরিবহন। প্রায় প্রতিদিন আমদের সবাইকে বাসে চলাফেরা করতে হয়। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। বাসে উঠার সময় সতর্কভাবে উঠা দরকার। এসময় অসতর্ক হলে পড়ে যাবার ভয় থাকে। জানালার পাশে বসলে হাত বাইরে রাখা ঠিক নয়। এর ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। চলন্ত বাস থেকে মাথা বের করে সামনে বা পেছনে দেখা কখনই উচিত নয়।এর ফলে হারাতে হতে পারে মুল্যবান প্রাণ । ছোট বাচ্চারা এসব কাজ বেশী করে। তাই বাসে তাদের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাস থেকে নামার সময় ডানে বামে দেখে নিতে হবে । বাসে চলাফেরা করার সময় সাবধানে থাকুন। নিরাপদে ভ্রমণ করুন ।একটি কথা খুবই সত্য। একটি দুর্ঘটনা ,সারা জীবনের কান্না।


 

Leave a Comment