সেই দিন

  • বুনোহাঁস
  • জুলাই ২, ২০১৯

হায়-
কবে নিটোল স্বাস্থ্যবতী তরুণী কিংবা পুরুষত্বের রোষানলে পড়া নারীর হাতে গ্রেনেড উঠবে? 
রাইফেল উঁচিয়ে কবে যে আইনমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে? 
হায়-
কবে নারীসমাজ ঝাড়ুমিছিল করে 
ইট-পাটকেল, ছেঁড়া জুতা ছুঁড়ে মারবে হাইকোর্টের দিকে কিংবা যৌন নিপীড়কের আশ্রয়দাতার মুখে দলা করে থুথু ছিটাবে?

এখনই এসেছে সময়
করো নয় তো মরো!
বাস, ট্রেন অথবা পাবলিক প্লেস 
যেখানেই ইঙ্গিতপূর্ণ আচরণ সেখানেই কষে একটা থাপ্পড়; কমপক্ষে
কফযুক্ত এক দলা থুথু...

হে নারী,
শর্টস-জিন্স পরতে পারেন; পকেটে 
কিচেন-নাইফ রাখতে পারেন না? 
শাড়ির আঁচল দিয়ে তো দিব্যি গলা পেঁচানো যায়; শালাদের
গলায় ফাঁস পরিয়ে রাস্তায় টানতে পারেন না? 
তথাকথিত নারীবাদীদের বেশ্যা বললে ওড়না ছাড়া তাদের উর্বর বুক তখন নৌকার পাটাতনের মতো খাড়া হয়ে যায়; রেগে 
গিয়ে আন্দোলনে নামে!
অথচ
যখন যৌনাঙ্গ বিকৃত করা হয় 
বয়কাট দেয়া চুতিয়ারা তখন নির্বাক...

হায়-
কবে যে হিজড়াদের ভাড়া করে জাতীয় সংসদের দেয়ালে হিসু করানো হবে!

আমি সেই দিনের অপেক্ষায়; ব্যবহৃত
শতশত প্যাড যখন স্বৈরাচারী সরকারের দিকে ছুঁড়ে মারা হবে
সে ঐতিহাসিক নয়নাভিরাম দৃশ্য দেখে আমি আরামে মরতে চাই...

Leave a Comment