পরিবারের সবকিছু আগলে রাখা একটি চরিত্র ‘পিতা’

  • রুহুল আমিন
  • মার্চ ২৪, ২০২১

‘পিতা’ আমার কাছে সবসময় ভীষণ রহস্যময় একজন মানুষ।  পিতার আবেগ, অনুভূতি, কষ্ট আর ভালোবাসা গল্পগুলো বুঝে উঠতে উঠতে একদিন আমরা নিজেরাই সেই পিতা হয়ে উঠি। পিতা হয়েই বুঝতে পারি সেই রহস্যময় আবেগ, অনুভূতি, কষ্ট আর ভালোবাসার গল্পগুলো।

পরিবারের সবকিছু আগলে রাখা একটি চরিত্র ‘পিতা’। কেমন করে যেন নিজের ভেতর পুরো একটা সংসারের গল্প লুকিয়ে রাখেন। আস্থা, নির্ভরতা, সাহস আর ভালোবাসার বিস্তীর্ণ  ছায়া দিয়ে স্বার্থহীনভাবে আমাদের আগলে রাখেন তিনি। 

একটা দীর্ঘ সময় পরিবারের সবকিছু নিজের কাধে নিয়ে চলা এই পিতা সময় পেরুতেই কেমন করে জানি গৌণ হয়ে উঠেন। একজন পিতার দায়, ভালোবাসা, অভিমান, স্বপ্ন, সুখ আর কষ্ট নিয়ে ভিন্ন ভিন্ন স্বাদের নয়টি গল্পের এই সংকলন। গল্পগুলো পড়ে নিজের ভেতরটা একবারের জন্যে হলেও জেগে উঠে বলবে, এই আমার গল্প, আমাদের গল্প!

গল্পগ্রন্থঃ পিতা
লেখকঃ রুহুল আমিন
প্রচ্ছদঃ মো. সাদিতউজ্জামান
প্রকাশকঃ অন্যপ্রকাশ
মূল্যঃ ২২৫ টাকা(২৫% কমিশনে)
বইমেলায় পাওয়া যাচ্ছে অন্যপ্রকাশ এর ৮ নম্বর প্যাভিলিয়নে।

Leave a Comment