পাকা আনারস চেনার উপায়

  • কামরুন নাহার স্মৃতি
  • এপ্রিল ২০, ২০২২

বাজারে এখন আনারস পাওয়া যাচ্ছে। দেখে নিন পাকা আনারস চেনার উপায় সম্পর্কে...

- পাকা আনারসের গায়ে আঙুল দিয়ে চাপ দিলে বেশি ডেবে যাবে না। শক্ত কিন্তু টেপা যাবে এমন আনারস কিনুন।

- একই আকারের দুটি আনারস হাতে নিয়ে দেখুন, যেটি বেশি ভারি সেটি পাকা।

আরো পড়ুনঃ শিশুর সুস্থতার কিছু চিহ্ন জেনে রাখুন

- আনারসের লম্বা পাতা খুব সহজে ছেঁড়া গেলে বুঝতে হবে আনারস পচে গেছে। ভালো আনারসের পাতা সহজে ছেঁড়া যাবে না। একটু শক্তি দিয়ে ছিঁড়তে হয়।

- পাকা আনারসের নিচের দিকটা হলদেটে এবং পাতা হবে সতেজ, সবুজ।

এ সম্পর্কিত আরও পোস্ট

Leave a Comment